বাউফলে করোনাকালীন সহায়তা ওএমএস চাল ও আটা বিক্রি

 বাউফলে করোনাকালীন সহায়তা ওএমএস চাল ও আটা বিক্রি


 সাইফুল ইসলাম, বাউফল প্রতিনিধিঃ করোনাকালীন সহায়তা হিসাবে পটুয়াখালীর বাউফলে ন্যায্য মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। গতকাল বিকাল থেকে উপজেলার বানিজ্যিক অঞ্চল কালাইয়া বন্দরে এ বিক্রিয় কার্যক্রম শুরু হয়। মেসার্স গোলাম মোস্তাফা নামের পরিবেশক এই চাল ও আটা ন্যায্য মূল্যে বিক্রি করে।
পরিবেশকের ম্যানেজার জহির উদ্দিন বলেন, প্রতিদিন দের টন চাল ও দের টন আটা বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল প্রতি কেজি চাল ৩০ টাকা ও ৫ কেজি আটা প্রতি কেজি ১৮ টাকা দরে কিনে নিতে পারবেন। সপ্তাহের শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরিবেশক কার্যালয় খোলা থাকবে।  আগষ্ট মাসের ৭ তারিখ পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, করেনাকালীন সময়ে কর্মহীন, হতদরিদ্র ও দুস্থ্য অসহায়দের জন্য সরকারের এই কার্যক্রম। খোলাবাজারে এই খাদ্য বিক্রির তদারকির জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুলহককে ট্যাগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।